পরিবহণ:
মাইলস কর্তৃপক্ষের অন্যতম লক্ষ্য হলো কৃষি ক্ষেত্রে প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। প্রান্তিক খামারী পর্যায়ে সর্বোচ্চ প্রোফিটের ব্যবস্থা করা। এই মাইলস কর্তৃপক্ষ তাদের উৎপাদিত প্রাণিজ খাদ্য ডিলার ও খামারী পর্যায়ে স্বল্প খরচে ও সময় মতপৌঁছে দিতে বদ্ধ পরিকর। এজন্য মাইলস একটি নিজস্ব পরিবহণ পুল গড়ে তুলেছে। দক্ষ ড্রাইভার ও হেলপার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে আস্থাশীল ও নির্ভরযোগ্য পরিবহণ ব্যবস্থা।