ফিস কাল্টিভেশন

মাইলস্ এগ্রো ফিড মিলস্

ফিস কাল্টিভিশন:

মাইলস এগ্রো ফিড পরিবার প্রথমে ২০১২ সালে দুইটি পুকুর লীজ গ্রহণের মাধ্যমে মাছ চাষ শুরু করে। বলা চলে এই পুকুর চাষ থেকেই ফিড উৎপাদন ও বাজারজাত বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়। পরবর্তীতে ২০১৮ সাল হতে মাইলস ফিড নিজস্ব ব্যবস্থাপনায় ফিড উৎপাদন ও বাজারজাতকরণের কাজ করে আসছে। মাইলস এগ্রো ফিডের স্লোগান “আস্থা নয়, স্বচ্ছতা”। এই স্লোগানের সার্থক প্রয়োগে মাইলস কর্তৃপক্ষ প্রতিনিয়ত তাদের উৎপাদিত ফিড নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত পুকুরে প্রয়োগ করে। ফিডের ডাইজেস্টিবিলিটি এবং এফসিআর (ফিড কনভারসন রেসিও) বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে। বর্তমানে মাইলস নিজস্ব ব্যবস্থাপনায় ৫ টি পুকুর চাষ করে।

গ্যালারি