আমাদের সম্পর্কে

একদল তরুণ, যাদের বুকভরা স্বপ্ন ছিল, ছিল মানব কল্যাণে নিজেকে নিবেদিত করার অদম্য ইচ্ছা, সেই তরুণের দল তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেয় ২০১০ সালের ১লা ডিসেম্বরে "মাইলস টু গো" নামে একটি অর্গানাইজেশন গঠনের মাধ্যমে। ছোট ছোট সেভিংস আর স্বপ্নের বীজ বপন। কখনো ছোট্ট স্টক যেমন: রসুন, বরি শস্য আবার মাছ চাষে হাতেখড়ি লীজ পুকুর চাষের মাধ্যমে।

মাছ চাষে প্রয়োজন পুষ্টিকর খাদ্য ও সঠিক পরিচর্যা। মাইলসও তাই পষ্টিকর খাদ্যের প্রয়োজনে ডিলার নেয় একটি নামী প্রতিষ্ঠানের কিন্তু প্র্রথমে চমক দেখালেও নিয়মিত বিরতিতে থাদ্যের মান উঠানামা করতে থাকে। তখনই শুরু হয় মাইলসের নিজস্ব ব্যবস্থাপনায় ফিড উৎপাদনের পরিকল্পনা। যেই পরিকল্পনা সেই কাজ। শুরু হয় স্বপ্ন জয়ের হাতছানি। পুষ্টিবিদ নিয়োগ, কাঁচামাল সংগ্রহ, প্যাকেজিং নানাবিধ কাজ একসাথে নিরলসভাবে চলছিল।

নিজেদের প্রয়োজনীয় ফিডের চাহিদা পূরণ করার পাশাপাশি চাষীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে শুরু হয় বাণিজ্যিকভাবে ফিড উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ কার্যক্রমের মত বিশাল কার্যক্রম। মাইলস ফিড ২০২১ সাল থেকে নিজ জেলার বাইরে বাণিজ্যিকভাবে বাজারজাতকরণের কার্যক্রম শুরু করে। বর্তমানে দেশের ৪২ টি জেলায় মাইলস ফিড সুনামের সাথে ডিলার নিয়োগের মাধ্যমে চাষীপর্যায়ে ফিড সরবরাহ করে আসছে।

সাধারণত ব্যবসার উদ্দেশ্য লাভ বা প্রোফিট আর এই অদম্য তরুণদের উদ্দেশ্য চিরচেনা গ্রামীণ মানুষের জন্য কর্মসংস্থান এবং বৃহৎ মানবের কল্যাণ তথা বাংলাদেশের গ্রাম নির্ভর অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা।

কম খরচে সর্বাধিক প্রাপ্তিযোগ্য পণ্য

পণ্যের মান ও দামের সঠিক ভারসাম্য

লাভজনক ও দীর্ঘমেয়াদে কার্যকরপণ্য

সর্বোচ্চ পেশাদারিত্ব ও ব্যক্তিগতসক্ষমতা নিয়ে সেবা

সবসময় মানসম্মত পণ্য ও সেবা

সব ব্যবসায়িক কর্মকাণ্ডে পূর্ণ স্বচ্ছতা

ভিশন, মিশন ও মূল্যবোধ

মাইলসের মূল লক্ষ্য হলো এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ‘মাইলস’ নামে একটি আস্থার প্রতীক ব্র্যান্ড ভ্যালু ও ব্র্যান্ড ইকুইটি গড়ে তোলা। মাইলস পরিবার “আস্থা নয়, স্বচ্ছতা” এই স্লোগানকে চিন্তায়-মননে ধারণ করে ও কার্যে বাস্তবায়ন করে।

আস্থা নয়, স্বচ্ছতা

এসডিজি-১ দারিদ্র্য বিলোপ এবং এসডিজি-২ ক্ষুধা মুক্তি ঘটাতে গ্রামীণ কৃষি নির্ভর অর্থব্যবস্থার টেকসই উন্নয়নে সর্বাত্মক সহায়তা প্রদান করা মাইলসের অন্যতম ভিশন। সাশ্রয়ী মূল্যে মানসম্মত ও স্বাস্থ্যসম্মত পণ্য উৎপাদন করা। ক্রেতার সর্বোচ্চ প্রোফিট নিশ্চিত করা।